মাহাবুবুর রহমান.
কক্সবাজারের অন্যতম শিক্ষা প্রতিষ্টান পৌরসভা কতৃক পরিচালিত পৌর প্রিপ্যার্যাটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা ৪ মাস ধরে বেতন পাচ্ছেননা। এতে পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছে ঐ স্কুলের কর্মরত প্রায় ৪৫ জন শিক্ষক কর্মচারী। আলাপ কালে কক্সবাজার পৌর প্রিপ্যার্যাটরি উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েক জন শিক্ষক বলেন, ৪ মাস ধরে স্কুল থেকে বেতন ভাতা পাচ্ছি না। অথচ সময় অনুযায়ী ঠিকই ক্লাস সহ স্কুলের সব কাজ করে যাচ্ছি। যদি পরিবারের সদস্যদের চাহিদা ঠিকমত পূরন করতে না পারি তাহলে কিভাবে ক্লাসে সঠিক ভাবে পাঠদান করবো। আর আমাদের স্কুলের বেতন ছাড়া বাড়তি কোন আয় নেই যারা প্রাইভেট পড়ায় তারা হয়তো কোন ভাবে চলতে পারে কিন্তু আমাদের অবস্থা খুবই নাজুক। তাদের দাবী আগেও অনেক বার এরকম হয়েছে তবে আমরা আসা করেছিলাম। বর্তমান পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর অন্তত বেতন ভাতা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু এখন দেখছি ঠিকই আগের মত অবস্থা বরং আগের চেয়ে খারাপ। আর আমাদের স্কুলের যা আয় হয় তা নিয়মিত পৌরসভার ফান্ডে জমা দিয়ে আসি সেটা দিলেও আমাদের বেতন হয়ে যেত। স্কুলের টাকা নিয়ে অন্যকাজ করে আমাদের বেতন দেয় না। এ ব্যপারে পৌর সচিব রাসেল চৌধুরী বলেন,কিছুটা আর্থিক সংকটের কারনে সমস্যা হয়েছে খুব দ্রুত সব ঠিক হয়ে যাবে।
মন্তব্য করুন