কক্স৭১
নবগঠিত র্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা বহন করে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে সড়কপথে টেকনাফ হতে দমদমিয়ার দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ১৫/০৩/২০২০ খ্রিঃ আনুমানিক ১৯.১০ ঘটিকার সময় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বরইতলী টেকনাফ র্যাব ক্যাম্পের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশী চলাকালীন সময়ে আনুমানিক ১৯.২৫ ঘটিকার সময় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা যার রেজি নং-২৪০২ কক্স, গাড়ী নং ১৯৯, চেক করার উদ্দেশ্যে থামালে উক্ত অটোরিক্সা হতে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ শাকের (২৮), পিতাঃ মৃত-লালু, সাং- বাস টার্মীনাল, ১ নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা-,টেকনাফ, জেলা-কক্সবাজার, ২। আবুল হোসেন (৬০), পিতা- মৃত মোহাম্মদ হোসেন, সাং-লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্প (রোহিঙ্গা) , থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ৩। আব্দুল হামিদ (২৫), পিতা- মৃত আলী জোহার, সাং- নাইটংপাড়া, ১ নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’দের ধৃত করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের (গাঁজা) মূল্য আনুমানিক ৩৯ হাজার টাকা প্রায়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিকে জানিয়েছে র্যাব।
মন্তব্য করুন