মাহাবুবুর রহমান.
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প হয়ে বড়–য়া পাড়ার ভেতর দিয়ে চান্দের পাড়া ব্রিজটি যথা সময়ে নির্মাণ কাজ শেষ না করায় চরম দূর্ভোগে পড়েছে চান্দের পাড়া হয়ে রাবার ড্যামের পাশ দিয়ে আলবয়ান সড়ক দিয়ে আসা যাওয়া করা প্রায় ১ লাখ মানুষ। ২১০৭-১৮ অর্থ সালে নির্মাণ কাজ শুরু করা এই ব্রিজের কাজ সম্পূর্ন শেষ করার সময়ে পেরিয়েছে অনেক আগে। কিন্তু এখনো মূল কাজের ৪০% ও শেষ করতে পারেনি ঠিকাদার। এবং যে কাজ হয়েছে সেখানে চরম অনিয়ম দূর্নীতি হয়েছে বলে জানান এলাকাবাসী এছাড়া কাজ না করেই মাঝে মধ্যে তদবির করে বিল আদায়ের চেস্টা করে চট্টগ্রামের প্রভাবশালী সরকার দলীয় নেতা ও ঠিকাদার। এদিকে কক্সবাজার সদর উপজেলা প্রকৌশল অফিসের কর্মকর্তাদের দাবী প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা ব্যায়ে এই ব্রিজের কাজ যথা সময়ে শেষ না করায় উক্ত ঠিকাদারের কাজ বাতিল করার জন্য চিঠি দেওয়া হয়েছে তবে এখন কাজ শুরু করেছে বলে জানা গেছে। এদিকে ঠিকাদারের স্থানীয় প্রতিনিথি স্বপন বড়–য়া বলেন,এত দিন কিছু সমস্যার কারনে কাজ করা যায় নি। এখন কাজ চলছে আসা করি দ্রুত কাজ শেষ হবে।
মন্তব্য করুন