মাহাবুবুর রহমান.
১২ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। আর এই জাতিয় বাজেটে নিজস্ব ভাবে অর্জিত রাজস্ব আয় ১০ লাখ হাজার কোটি টাকা। বাজেটে ২০ টি নতুন খাত চিহ্নিত করে সম্পূর্ন দেশিয় অর্থনীতি উপর নির্ভর করে কোন প্রকার বিদেশী সাহায্য বা ঋন ছাড়াই প্রস্তবিত বাজেট পেশ করেছে অর্থনীতি সমিতি। ২৫ মে সকাল ১১ টায় সারা দেশের ২৬ টি জেলার সাথে সঙ্গতি রেখে এই সময় কক্সবাজার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তবিত বাজেট পেশ করেন কক্সবাজার অর্থনীতি সমিতির কর্মকর্তারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা ২০১৯-২০ শিরুনামে এই সংবাদ সম্মেলনে বলায় ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে আমরা মোট ২০ টি উৎস নির্দেশ করেছি যা অতীতে ছিলনা। এর মধ্যে অর্থপাচার রোধে আহরণ,কালো টাকা উদ্ধার থেকে আহরণ,বিদেশী নাগরিকদের উপর কর,বিদেশী পরামর্শক ফিস,বন্ড মার্কেট,সরকারি -বেসরকারী যৌথ অংশিদারিত্ব সেবা থেকে প্রাপ্তি কর,তার ও টেলিফোন বোর্ড,টেলিকর রেগুলেটরিজ কমিশন,এনাজী রেগুলেটরী কমিশন,ইন্সুরেন্স রেগুলেটরী কমিশন,সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন,বিআইডাব্লিউটিএ,বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক অনুমতি নবায়ন ফিস,ঔষধ প্রস্তুতকারী কোম্পানির লাইসেন্স ও নবায়ন ফিস,সরকারি ষ্টেশনারী ক্রয় ইত্যাদি। এছাড়া দেশের জনগোষ্টিকে জনশক্তিতে রুপান্তর করার মধ্য দিয়ে দেশকে অর্থনৈতিক ভাবে সয়ংসম্পূর্ন করার বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা। এছাড়া সরকারি অর্থ অপচয় রোধ সর্বখেত্রে অনিয়ম দূর্নীতি বন্ধ করা সহ যে কোন প্রকল্পে অর্থ অপচয় রোধ করা গেলে বাজেট সঠিক ভাবে বাস্তবায়ন করা সম্ভব। এছাড়া বাজেটে কৃষকদের প্রনোদনা বাড়ানো সহ কৃষিতে দেওয়া বাজেট যথাযত ভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটাও উপর নজরদারী বাড়ানো সহ শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রস্তাবনা রয়েছে। কক্সবাজারে বাজের প্রস্তাবনা তুলে ধরেন মহেশখালী বিশ^বিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের প্রধান মোহাম্মদ জসিম উদ্দিন,কক্সবাজার সরকারি উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন,রামু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান আ.ম.ম জহির,মহেশখালী আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান,কক্সবাজার সিটি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান তসলিমা রশিদ,সিটি কলেজের প্রভাষক নাসরিন সুলতানা,সুরাইয়া সুলতানা,তাছলিমা খানম,বিকাশ কান্তি দে। এতে কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান সহ জেলার গন্যমান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন