মাহাবুবুর রহমান.
কক্সবাজারে আজ ১০ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে ৬ জন কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা বাকিদের মধ্যে পেকুয়াউপজেলায় ২ জন,টেকনাফ উপজেলায় ১ জন এবং বাকি একজন উখিয়া উপজেলা বলে জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ অনুপম বড়–য়া। তিনি জানান,১০ মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব ১২৫ জনের নমুনা টেস্ট করা হয়েছে এর মধ্যে ১০ জনের পজেটিভ পাওয়া গেছে। আর সদর উপজেলার করোনা রোগির ঠিকানা হিসাবে জানা গেছে কালুর দোকান এলাকার ১জন,উত্তর তারাবনিয়ারছড়ার ১ জন,হাশেমিয়া মাদ্রাসায় ২ জন,বার্মিক মার্কেট এলাকায় ১ জন এবং বাংলাবাজার এলাকায় ১ জন।
মন্তব্য করুন