কক্স৭১
মহেশখালী উপজেলা হোয়ানক ইউনিয়নের হত্যা সহ বহু মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী আবুল কাশেমকে আটক করেছে পুলিশ। ৩ নভেম্বর সকালে হোয়ানক ইউনিযনের নয়াপাড়া কেরুনতলী এলাকার এক চায়ের দোকান থেকে তাকে আটক করে পুলিশ। আবুল কাশেম স্থানীয় ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিল। সে একই এলাকার মৃত মুহাম্মদ বকসুর ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে আবুল কাশেম দীর্ঘদিন ধরে এলাকায় জমি দখল,চাঁদাবাজী,সন্ত্রাসী বাহিনী লালন পালন,হত্যা গুম সহ অনেক অপরাধের সাথে জড়িত ছিল তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলাও আছে। সম্প্রতী তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট হয়ে উঠেছিল। এমন কি সে অনেক নারীকে ইজ্জতহানী করেছে বলে জানা গেছে। সর্বশেষ আবুল কাশেমকে আটক করায় সন্তোষ প্রকাশ করেছে হোয়ানক ইউনিয়নের নয়াপাড়া এলাকার মানুষ। এদিকে মহেশখালী থানার এসআই সজল জানান,মামলায় ওয়ারেন্ঠ সূত্রে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে,একই দিন বিকালে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন