এম আবুহেনা সাগর,নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সদরের ঈদগাঁওতে হাতির আক্রমনে বয়োবৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৬ মে দুপুরের দিকে বনবিভাগের ঈদগাঁও রেঞ্জের বনাঞ্চলে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আলম (৬৫) ইউনিয়নের পূর্ব ভোমরিয়াঘোনার মৃত ফজল করিমের পুত্র। জানা যায়,নুরুল আলম বৃহস্পতিবার সকালে ভোমরিয়াঘোনা বনবিটের আওতাধীন সাততারা ঘোনা বনাঞ্চলে সবজি তুলতে যান। এতে তিনি হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। সন্ধ্যায় বনাঞ্চল থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। স্থানীয় ওর্য়াড় আ,লীগ সাধারন সম্পাদক ফিরোজ উদ্দিন জানিয়েছেন, নুরুল আলম পাহাড়ে সবজি তুলতে গেলে বিকেলের দিকে হাতির আক্রমনে নিহত হন। এই ব্যাপারে ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়া ঘোনা বিট কর্মকর্তা ইলিয়াস এবং স্থানীয় মেম্বার আবদুল হাকিম হাতির আক্রমনে নুরুল আলমের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন এ প্রতিবেদককে।
মন্তব্য করুন