কক্স৭১
মহামারী করোনা পরিস্থিতিতে ছুটিতে দেশে গিয়ে আটকে পড়া প্রবাসীদের ইকামা এবং ভিসার মেয়াদ তিন মাস বাড়িয়েছে সৌদি আরব। করোনা পরিস্থিতিতে যেসব প্রবাসীরা ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন, ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং ইকামা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাদের ভিসা এবং ইকামার মেয়াদ ৩ মাস বৃদ্ধির ঘোষণা দিয়েছেন স্বয়ং বাদশা সালমান। ছুটিতে থাকা প্রবাসীদের ইকামার মেয়াদ তিন মাস বাড়ালো সৌদি আরব। যার ফলে মেয়াদ শেষ হলেও চিন্তা নেই দেশে ছুটিতে থাকা প্রবাসীদের।রবিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি মারফত জানায় যে, মেয়াদ উত্তীর্ণ ইকামা ও ভিসার মেয়াদ কোনরকম জরিমানা ছাড়াই ফ্রি তে আরো তিন মাসের জন্য বাড়ানো হলো। এবং পরবর্তীতে যাদের ইকামা এক্সপায়ার হবে, তাদের ইকামার মেয়াদও ৩ মাসের জন্য বেড়ে যাবে।সৌদি প্রবাসীরা দ্বীতিয় দফায় ফ্রিতে ৩ মাসের ইকামার মেয়াদ পাবেন!মূলত, করোনা ভাইরাস মহামারীতে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে এবং বিনিয়োগকারীদের উপর করোনার প্রভাব কমাতে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
মন্তব্য করুন