নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা ২৯ মে বিকেলে
সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি এডভোকেট সৈয়দ মো:রেজাউর রহমানের সভা পতিত্বে হাফেজ নুরুল আবছারের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর রামু সার্কেল) আদিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এডভোকেট আমজাদ হোসেন,সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব,সদর মডেল থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আসাদুজ্জামান,সদর উপজেলা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক আবদু রাজ্জাক।
উপস্থিত ছিলেন,পোকখালী চেয়ারম্যান রফিক আহমদ,ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান মনজুর আলম,জালালাবাদ আ,লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী,ইসলামপুর আ,লীগ সাধারন সম্পাদক শাহজাহান চৌধুরী,সদর আ,লীগ নেতা মোহাম্মদ শরীফ,গনমাধ্যমকর্মী রেজাউল করিম, শেফাইল উদ্দিন,এম আবুহেনা সাগর,ঈদগাঁও কমিউনিটি পুলিশ সভাপতি মিজানুল হক,সাধারন সম্পাদক কাইয়ুম উদ্দিন, চৌফলদন্ডী সভাপতি নেজাম উদ্দীন শাওন, সাধারন সম্পাদক তানজিদ ওয়াহিদ লোটাস,সহ সভাপতি মনজুর আলম,জেলা ছাত্রলীগ নেতা ফিরোজ উদ্দিন খোকা,রাশেল উদ্দিন রাশেল, আবুহেনা বিশাদ,ইরফানুল করিম। মোনাজাত পরিচালনা করেন গনমাধ্যম কর্মী আনোয়ার হোসেন। ইফতারের পূর্ব বাজারে ইফতার বিতরন করা হয়েছে।
সভায় বক্তারা কমিউনিটি পুলিশকে নতুনরুপে ঢেলে সাজানোর ইঙ্গিত প্রদান করেন।
মন্তব্য করুন