মাহাবুবুর রহমান.
করোনা আতংকে সবাই নিজেকে ঘরে বন্দি করে রাখলেও সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিতে মাঠে জীবনযুদ্ধে নেমেছে চাষীরা। কক্সবাজারের বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে দেখা গেছে সাধারণ মানুষ এখন প্রয়োজন ছাড়া বের হচ্ছেনা। সরকারের আহবান এবং ব্যাক্তি সচেতনতা থেকে মানুষ এখন নিজেকে ঘরে বন্দি করে রেখেছে তবে এই বিপদের দিনে ঘরে বসে নেই চাষীরা তারা নিত্যপ্রয়োজনীয় সবজি সহ বিভিন্ন ফসল ফলানোর জন্য দিনরাত কাজ করছে মাঠে। সতর্ক থেকে তীব্র গরমেও তারা ক্লান্ত না হলে নিয়মিত কাজ করছে মাঠে। এতে তারা নিয়মিত শাকসবজি সহ উৎপাদন করছে বিভিন্ন রকমের সবজি আর তা বাজারে বিক্রি করে নিজেরাও চলছে আবার সাধারণ মানুষের ঘরেও পৌছে যাচ্ছে কৃষকদের উৎপাদিত ফসল। বিষয়টিকে অত্যন্ত ইতি বাচক হিসাবে দেখছেন সর্বস্তরের মানুষ তাদের মতে কৃষক আছে বলে মানুষ এখনো দুবেলা খেতে পারছে এবং তরিতরকারি সহ অন্যান্য ফলমুল খেতে পারছে। এই দূঃসময়ে তারাযে মাঠে কাজ করছে সে জন্য তাদের ধন্যবাদ জানান অনেকে।
মন্তব্য করুন