মাহাবুবুর রহমান.
১ জুলাই থেকে কক্সবাজারে সীমিত আকারে সম্পূর্ন স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দোকান খোলা রাখা হবে। কক্সবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল এই তথ্য জানিয়েছেন। তিনি জানান ৩০ জুন সন্ধ্যায় জেলা দোকান মালিক সমিতির সভাপতি রফিক মাহমুদের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে কেন্দ্রীয় কমিটির পরামর্শ মতে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দোকান খোলার রাখার কথা জানানো হয়েছে তবে আমরা কক্সবাজারের সার্বিক অবস্থা বিবেচনা করে সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত দোকার খোলার সিন্ধান্ত নিয়েছি। তবে সেখানেও সর্ত প্রযোয্য হবে যেমন এক দোকানে শুধু মাত্র ১ জন কর্মচারী আনতে পারবে আর দোকানে আগের মত শো করে কাপড় ঝুলানো যাবে না। এছাড়া দোকানে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে সবাইকে মাক্স ব্যবহার করতে হবে দোকানে আসা গ্রাহকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। যদি পরিস্থিতির উন্নতী হয় তাহলে ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দোকান খোলারাখা হবে।
মন্তব্য করুন