কক্স৭১
কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেছেন,সংখ্যালঘুরা সমাজের অলংকার। কোন দেশ বা সমাজে একধর্মের মানুষ থাকতে পারেনা। সব ধর্মের মানুষ সুন্দর ভাবে একসাথে বসাবাস করাই হচ্ছে সুন্দর। তাই সংখ্যালঘুদের দিকে কোন অসুভ শক্তির পক্ষপাত মূলত আচরণ সহ্য করা হবেনা। তাই যারাই সংখ্যালঘুদের উপর আক্রমন বা অন্যায় আচরণ করবে তাদের কঠোর ভাবে দমন করা হবে। তিনি শুক্রবার বেলা ১১ টায় কক্সবাজার কৃষ্নানন্দধামে জেলার অন্যতম সামাজিক এবং সেবা মূলক সংগঠন সমন্বয় এর গুণীজন সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পুলিশ সুপার মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনিমার্ণে সবাইকে একসাথে মিলেমিশে দেশের উন্নয়নের অংশিদার হওয়ার আহবান জানান। উক্ত অনুষ্টান উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার কাউন্সিলার রাজ বিহারী দাশ। সমন্বয়ের সভাপতি দুলাল ধরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানীত ট্রাস্টি বাবুল শর্মা,বাংলাদেশ ক্রিকেট টিমের টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক সৌরভের গর্বিত মাতা মালেকা জয়নাব। এতে মুখ্য আলোচক ছিলেন উখিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক অজিত দাশ, সমন্বয়ের প্রতিষ্টাতা প্রণব কুমার দাশ,সহ সভাপতি নিহার চক্রবর্তী,সমন্বয়ের সাধারণ সম্পাদক কমল দাশ সাধন,সদস্য সচিব সুজিত শর্মা, অনুষ্টান সঞ্চালন করেন মাস্টার মানিক চন্দ্র,প্রভাষক আপন চন্দ্র দে,সুজিত মল্লিক,আশীষ দাশ। পরে দ্বিতীয় পর্বে শিক্ষা বৃত্তি প্রদান সেলাই মেশিন বিতরণ ও বৃদ্ধ ভাতা বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির ছিলেন ডাঃ বিনয় পাল। এতে সভাপতিত্ব করেন সমন্বয়ের সভাপতি দুলাল ধর। এ সময় উপকারভোগীদের মাঝে বিভিন্ন সহায়তা বিতরণ করেন পংকজ ধর,নিরঞ্জন দে,মিঠু ভট্টাচার্য্য,জুয়েল বসু,মন্দিরা পাল,পরিতোষ দত্ত প্রমুখ।
মন্তব্য করুন