কক্সঃ৭১ রিপোর্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলায় বঙ্গবন্ধু ফুটবলে কক্সবাজার পৌরসভা এবং বঙ্গমাতায় মহেশখালী উপজেলা মহিলা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ২৩ সেপ্টেম্বর কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমীন ষ্টেডিয়ামে অনাড়ম্বর ফাইনালে শক্তিশালী দুই প্রতিপক্ষকে হারিয়ে শিরুপা ঘরে তুলে তারা। দুপুর ২ টায় অনুষ্টিত বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে প্রথমে মাঠে নামে দুই দ্বীপ উপজেলা মহেশখালী বনাম কুতুবদিয়া। খেলায় অনেকটা ছন্দহারিয়ে ফেলে কুতুবদিয়া উপজেলা তবে তুলনামূলক ভাল খেলে প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় মহেশখালী উপজেলা নারী ফুটবল দল। দলের পক্ষে সুমাইয়া এবং শিরিন গোল করে। এদিকে ফাইনাল খেলার মূল আকর্ষন ছিল বঙ্গবন্ধু ফাইনাল প্রতিযোগিতায় কক্সবাজার পৌরসভার বনাম কুতুবদিয়া উপজেলা দলের মধ্যকার খেলা। জমজমাট লড়াই করেছে দু’দল। খেলার শুরুতে কুতুবদিয়া দল অনেকটা খেয় হারিয়ে ফেলে ফলে বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়ে গোল করতে পারেনি কক্সবাজার পৌরসভা দল। অবশ্য কুতুবদিয়া দল ভাল সুযোগ তৈরি করেছিল তবে শেষ হাসি হাসতে পারেনি। দ্বীতিয়ার্ধের শুরুতেই কক্সবাজার পৌরসভা দলের কায়সার অত্যন্ত ঠান্ডা মাথায় গোল কিপার পেয়ে একে পাওয়া বল জালে জড়ালে আনন্দে ভাসে পৌরসভা শিবির। সেই ১-০ তেই চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে নেয় পৌরসভা দল। পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এসময় তিনি বলেন আগামী প্রজন্মকে খেলাধুলার প্রতি আকর্ষণ সৃষ্টি এবং জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে দুরে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্দোগ চীর স্বরণিয় হয়ে থাকবে। এতে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড,সিরাজুল মোস্তফা,অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাসুদুর রহমান মোল্লা,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আসরাফুল আফসার,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু,সদর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ মাহফুজুর রহমান সহ মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার বৃন্ধ সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পৌরসভার টিম ম্যানেজার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির বলেন,পৌরসভার মাধ্যমে নিয়মিত খেলাধুলার চর্চা অব্যাহত রাখা হবে। এবং এতদিন যারা বিভিন্নভাবে পৌরসভা টিমকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানান তিনি। মহেশখালী উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নবির হোসেন ভুট্টু বলেন,মহেশখালী থেকে নারী ফুটবল দল গঠন এবং চ্যাম্পিয়ন হওয়ায় তিনি উপজেলা নির্বাহী অফিসার প্রেস ক্লাব সহ সবাইকে ধন্যবাদ জানান।
মন্তব্য করুন