শিক্ষার্থীদের ভালবাসায় সিক্ত হলেন নাইক্ষ্যংছড়ি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সৈয়দ হোসাইন। এলাকার বিশিষ্ট আলেমেদ্বীন সর্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সৈয়দ হোসাইন গতকাল তার প্রিয় শিক্ষা প্রতিষ্টানে আসলে শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এ সময় শিক্ষার্থীরা আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং প্রিয় শিক্ষককে ফুল ছিটিয়ে মালা পরিয়ে দিয়ে মাদ্রাসায় স্বাগত জানান। এ সময় অনেক শিক্ষার্থীরা জানান,যার সুদক্ষ পরিচালনায় এবং শিক্ষায় আমরা আজ নিজের জীবনকে গড়ে তুলতে পেরেছি সেই মহান শিক্ষকের সাথে কোন ধরনের অন্যায় শিক্ষার্থীরা সহ্য করবে না। উল্লেখ্য ১৪ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সৈয়দ হোসাইনের উপর অতর্কিত হামলা করে একই মাদ্রাসার শিক্ষক আবু বক্করের নেতৃত্বে অপর ৪ শিক্ষক। পরে তার প্রতিবাদে তাৎক্ষনিক কয়েকশত শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করে ঘটনার তীব্র নিন্দা জানায়।
মন্তব্য করুন