নবগঠিত র্যাব-১৫, রামু, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন তারাবনিয়ার ছড়া, ওয়ার্ড নং-০৫ এর হাজী দানু আলম এর বাড়ির নিচতলা টিনশেড বাড়ির বারান্দার কক্ষের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৪ জুন ২০১৯ খ্রিঃ আনুমানিক ১২.৩৫ ঘটিকায় অস্থায়ী র্যাব-১৫, রামু, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল মেজর মোঃ মেহেদী হাসান এবং এএসপি মোঃ শাহ আলম এর নেতৃত্ত্বে কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানাধীন উপরে বর্ণিত বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী (১) মোঃ রবিউল আলম (৩১) পিতা-মৃত আবুল সামা, মাতা-মৃত রমবাহার, সাং-লেদা, (২) মোঃ আবছার উদ্দিন (১৬), পিতা-মোঃ হেলাল উদ্দিন, মাতা-রাবেয়া বেগম, সাং-হ্নীলা রঙ্গীখালী, উভয় পোঃ রঙ্গীখালী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারদের’কে হাতেনাতে গ্রেফতার করে এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত আসামীদের নিকট পলাতক আসামীর নাম ঠিকানা জানতে চাইলে জানায় পলাতক আসামীর নাম দীন মোহাম্মদ, পিতা-অজ্ঞাত সাং-জিলংজা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার। ধৃত আাসমীদের হাতে থাকা সাদা রংয়ের দুইটি বাজারের ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১,৭০,০০০ (এক লক্ষ সত্তোর হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার মূল্য ৮,৫০,০০,০০০ (আট কোটি পঞ্চাশ লক্ষ) টাকা ।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত আছে বলে জানান সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান।
মন্তব্য করুন