মাহাবুবুর রহমান
পবিত্র শবে কদরের দিনে ইন্তেকাল করলেন বায়তুশ শরফ বাংলাদেশের শ্রদ্ধেয় পীর বাহারুল উলুম শাহসূফী হযরত মৌলানা কুতুব উদ্দিন (মা.জি.আ) হঠাৎ করে বায়তুশ শরফ পীরের মৃত্যু সংবাদ শুনে হতচকিত হয়ে পড়েন। পরে মুঠো ফোনে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক সিরাজুল ইসলাম শ্রদ্ধেয় পীর সাহেবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,ঢাকায় একটি হাসপাতালে বিকাল সাড়ে ৪টার দিকে হুজুর কেবলা ইন্তেকাল করেন। মৃত্যু কালেউনার বয়স হয়েছিল ৮২ বছর উনার একমাত্র ছেলে মৌলানা ছালাউদ্দিন বেলাল এবং ৬ কন্যার সন্তান রয়েছে মেয়ের প্রত্যেকে উপযুক্ত ঘরে বিয়ে দেওয়া হয়েছে। এদিকে হুজুর কেবলার মৃত্যু সংবাদ শুনে বিকাল থেকে অসংখ্য বায়তুশ শরফের ভক্তঅনুরাগী কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে এসে ভীঢ় করেন এ সময় অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।
মন্তব্য করুন