মাহাবুবুর রহমান.
যত গর্জে তত বর্ষেনা কথাটি আবার প্রমানিত হলো চলমান লকডাউনে। সরকারের হুংকার এবং প্রশাসনের তদারকি সত্তে¡ও কক্সবাজারের বেশির ভাগ জায়গায় মানা হচ্ছে না লকডাউন। শহরের অলিগলিতো বটেই প্রধান সড়কেও চলছে বেশির ভাগ গাড়ী। লোকজন বের হচ্ছে প্রতিনিয়ত। কোন কারন ছাড়াই বের হচ্ছে অনেকে। প্রধান সড়কের কয়েকটি জায়গাড়য় চেক পোস্ট থাকলেও অন্যগলি দিয়ে ঠিকই বের হচ্ছে সে সব গাড়ী। আবার পথচারীরাও এড়িয়ে চলছে চেকপোস্ট। শনিবার সকাল থেকে কক্সবাজার শহরের বেশির ভাগ এলাকা এবং প্রধান সড়কে গিয়ে এই চিত্র দেখা গেছে। তাই অনেককে বলতে শুনা গেছে যত গর্জে তত বর্ষে না।
মন্তব্য করুন