মাহাবুবুর রহমান.
কক্সবাজার জেলা প্রশাসনের রেকর্ড রুমে উচ্চমান সহকারি কাম রেকর্ড কিপারের ১ টি পদে বর্তমানে কর্মরত আছে ৩ জন। তবে চেয়ার আছে ১ টি তাই উক্ত কর্মকর্তাদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। আর এতে এই দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চলছে ব্যাপক কানাখুশা। তবে সচেতন মহলের দাবী মূলত রেকর্ড কিপার পদ হচ্ছে লাভজনক পদ এখানে দৈনিক অন্তত হাজার পাচেঁক টাকা পকেটস্থ করা যায় তায় উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ম্যানেজ করে কেউ বদলী হলেও যেতে চায় না আবার অনেকে আসার জন্য তদবির করে। জানা গেছে বর্তমানে উচ্চমান সহকারি কাম রেকর্ড কিপারে পদে আছে মাইলুন তিনি যদিও এখন পদোন্নতী পেয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসাবে অন্যত্র বদলী হয়েছে তবুও দীর্ঘ দিনেও তিনি এই পদের লোভ ছাড়তে পারছেনা। আবার প্রায় ৩ মাস আগে একই পদে নিয়োগ পেয়েছে রবি শংকর নামে আরেকজন কর্মকর্তা যেহেতু মাইলুন চেয়ার ছাড়েনি তাই তিনি অফিস সহকারির কাজ করে যাচ্ছেন। আবার সম্প্রতী নিয়োগ পেয়েছে তুষার কান্তি রুদ্র নামের আরেকজন। এ ব্যাপারে মাইলুন বলেন,আমি মূল রেকর্ড কিপার যেহেতু অফিস আমাকে এখনো ছাড়েনি তাই আমি অন্যত্র যায়নি। আর রবি শংকর বলেণ,আমার পদ একই আরেক জন পদ না ছাড়াই আমি কিছুই করতে পারছিনা। তুষার কান্দি রুদ্র বলেন,আমাকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু অন্যরা পদ না ছাড়াই আমি কাজে যোগদান করতে পারছিনা।
মন্তব্য করুন