প্রেস বিজ্ঞপ্তি,
বাংলাদেশ ছাত্রলীগ রামু সরকারি কলেজ শাখার ছাত্রনেতা শাহরিয়ার ইরফানের ভষ্মিভুত বাড়ি পরিদর্শন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। তিনি গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লামার পাড়া গ্রামে ছাত্রলীগ নেতা শাহরিয়ার ইরফানের বাড়ি পরিদর্শনে যান। অগ্নিকান্ডে ভষ্মিভুত বাড়ি পরিদর্শনকালে এমপি কমল আগুনের সুত্রপাত ও ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজখবর নেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিকসহ সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। পরিদর্শনকালে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সৈনিকলীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ১৮ সেপ্টেম্বর, বুধবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে রামু সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শাহরিয়ার ইরফানের বাড়িটি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পরদিন বৃহষ্পতি বার সকালে সাইমুম সরওয়ার কমল এমপি’র পক্ষ থেকে তাঁর একান্ত সহকারি মিজানুর রহমান ও ব্যক্তিগত সহকারি আবু বক্কর ছিদ্দিক ঢেউটিনসহ পরিবারের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন
মন্তব্য করুন