নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জ কর্মকতা মো: মামুন মিয়ার নেতৃত্বে দুদিনে পৃথক অভিযানে অবৈধ কাঠ বোঝাই ডাম্পার ও বালু উত্তোলন মেশিন,পাইপ জব্দ করা হয়েছে।
২৪ অক্টোবর দুপুর ২টায় মেহেরঘোনা রেঞ্জের
কালিরছড়া বিটের লাপ্পারঝিরি এলাকায় বিজিবি রামু ও বিট কর্মকর্তা,কালিরছড়া, ধলির ছড়া,মেহেরঘোনা ও ষ্টাফরা অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড় কেটে বালু উত্তোলনকালে একটি বালু উত্তোলন মেশিন,পাইপ জব্দ করে। পাহাড়খেকো বালুদস্যুদের বিরুদ্ধে আইনা নুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। ২৩শে অক্টোবর
রাত ৯টায় বিজিবি রামুর সহযোগীতায় ঈদগাহ বাজার এলাকা হতে একটি অবৈধ কাঠ বোঝাই ডাম্পার গাড়ি আটক করে। এ ব্যাপারে মেহের ঘোনা রেঞ্জ কর্মকতা মামুন মিয়ার সাথে কথা হলে তিনি দুদিনে দুটি অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন