কক্সঃ৭১ রিপোর্ট
মুক্তি কক্সবাজারের পক্ষ থেকে টেকনাফ উপজেলাধীন হ্নীলা ইউনিয়নের ৩ টি ওয়ার্ডে ৬০০ স্থানীয় উপকারভোগী পরিবারে সবজি চাষ প্রশিক্ষণ পরবর্তী বিভিন্ন ধরনের কৃষি উপকরণ প্রদানের লক্ষ্যে সবজি বীজ,চারা,ভারমি কমপোস্ট সার,পানির জার ও নিড়ানী সরবরাহের জন্য প্রকল্প গ্রহন করা হয়েছে। এ বিষয়ে টেন্ডারের মাধ্যমে গত ২৫ জুলাই মের্সাস কৃষি বিপনী (প্রোপাইটার মোহাম্মদ আজিজুল হক (ঠিকানা বিমানবন্দর সড়ক মহিলা কলেজের সামনে কক্সবাজার) কে ২৬০০ পিস নিড়ানী,সেক্স ফেরোমন ট্রাপ(গন্ধ যুক্ত কিটনাশক) ২৬০০ পিস এবং নজল(স্প্রেয়ার) ২৬০০ পিস সরবরাহ করার জন্য কার্যাদেশ প্রদান করা হয়। প্রকল্পটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরো,মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কতৃক গত ২৮/৩/২০১৯ তারিখে অনুমোদীত হয়। অনুমোদনের কপি যথারীতি এফডি-৭ সহ জেলা প্রশাসক কক্সবাজার,আরআরআরসি,উপজেলা নির্বাহী কর্মকর্তা টেকনাফ এবং সংশ্লিষ্ট ক্যাম্পের সিআইসিদের প্রদান করা হয়। প্রকল্পটির পরিচিতি সভা ৫/৫/২০১৯ তারিখে টেকনাফ ইউএনও মহোদয়ের কার্যালয়ে সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মরত এনজিও এবং হ্নীলা ইউনিয়নের জনপ্রতিনিধিদেরকে নিয়ে অনুষ্টিত হয়। প্রকল্পটির উপকারভোগী বাংলাদেশী প্রান্তিক কৃষকদের বাড়ির আশেপাশে সবজি বাগানের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা এবং তার অধিনস্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করে প্রশিক্ষন প্রদানের কাজ চলছে। প্রশিক্ষণ শেষে নির্বাচিত উপকারভোগীদের মাঝে উল্লেখিত কৃষি উপকরণ সমুহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সরকারি কর্মর্কতা এবং হ্নীলা ইউনিয়নের জনপ্রতিনিধিেেদর উপস্থিতিতে বিতরণ করা হবে। প্রকল্পটিতে কোন দেশীয় অস্ত্র তৈরি করা বা বিতরণ করার কোন কর্মসূচী নেই। সুতরাং মুক্তি কক্সবাজারের পক্ষ থেকে রোহিঙ্গাদের মাঝে দেশীয় অস্ত্র সরবরাহের যে অপপ্রচার হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। গতকাল বিকালে কক্সবাজার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল কান্তি দে, স্বাগত বক্তব্য রাখেন মুক্তির সাধারণ সম্পাদক এড,রনজিত দাশ,উপস্থিত ছিলেন সহ সম্পাদক বাবলা পাল,দ্বিপক শর্মা দিপু।
মন্তব্য করুন