কক্স৭১
করোনা সংক্রমণের এই সময়ে খেটে-খাওয়া, দরিদ্র মানুষদের জন্য মুক্তি কক্সবাজারের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে ১৩ এপ্রিল কক্সবাজার পৌরসভার ৬২ পরিবারের মাঝে বিতরণ করেছে অতিপ্রয়োজনীয় নিত্যপন্য সামগ্রী।
আজও প্রতিজনকে দেয়া হয় ১৫ কেজি চাল, ২ কেজি মসুরের ডাল, ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু, ১ কেজি লবন, ২টি ডেটল সাবান, ১টি কাপড় কাচার সাবান এবং ৫টি মাস্ক।
এসময় উপস্থিত ছিলেন মুক্তি কক্সবাজারের সাধারণ সম্পাদক বাবলা পাল, কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদা মোর্শেদা আইভি, ডাক্তার বিমল চৌধুরী, মন্দিরা পাল, প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার সহ মুক্তি কক্সবাজারের কর্মকর্তাগণ।
মুক্তি কক্সবাজারের নিজস্ব তহবিল ও সকল কর্মীদের ১ দিনের বেতন থেকে এই মানবিক সাহায্য কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরআগে গত ১১ ও ১২ই এপ্রিলে কক্সবাজার সদর, মহেশখালী, টেকনাফ, রামু, উখিয়া এবং পেকুয়া উপজেলায় মোট ৮০০ পরিবারের মাঝে বিতরণ করা হয় অতিপ্রয়োজনীয় নিত্যপন্য সামগ্রী
মন্তব্য করুন