মাহাবুবুর রহমান,
সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রানালয় বিষয়ক সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু এমপি বলেছেন,মাদক ব্যবসায়ি এবং মাদকাসক্তদের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। সামান্যতম মাদকের সাথে সম্পৃক্ত কেউ যেন রাজনৈতিক ভাবে প্রতিষ্টিত হতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি ২ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে কক্সবাজারে মাদক বিরুধী সমাবেশে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেণ,কেউ একদিনে মাদকাসক্ত হয়না তাই পরিবারের পক্ষ থেকে আগে সচেতন থাকলে দেশে মাদকের ব্যবহার কমে যাবে। এছাড়া মাদক চোরালান যাতে শুন্যের কৌটায় চলে যাবে সে জন্য সরকারের পক্ষ থেকে দায়িত্বশীলদের আরো কঠোর ভুমিকা রাখতে হবে। সকাল ১০ টায় কক্সবাজার শহীদ দৌলত ময়দানে আয়োজিত মাদক বিরুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক,কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন,কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড,সিরাজুল মোস্তফা,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমেন মন্ডল।
মন্তব্য করুন