শিরোনাম :
কক্সবাজার পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের ১৪ নেতা বহিস্কার রাজবিহারী দাশে উপর ভরসা রাখছে ৮ নং ওয়ার্ডের ভোটাররা তুরস্কে ভোট গণনা চলছে, এগিয়ে এরদোগান রামুতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে মাদক-সন্ত্রাস ঠেকাতে যৌথ অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পৌর নির্বাচনে প্রার্থী হওয়া ১২ কাউন্সিলর প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কার সেপ্টেম্বরের মধ্যে কক্সবাজারে রেল চালু হবে : রেল মন্ত্রী কক্সবাজারে ১২ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্থ, সেন্টমার্টিনে ১২‘শ। কোন প্রাণহানি ঘটেনি ঘূর্ণিঝড় মোখা: ৮ নম্বর মহাবিপদ সংকেত তীব্র গরম আর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

 মাতামুহুরিতে নিখোঁজমাদ্রাসা ছাত্রের লাশ  উদ্ধার

রির্পোটার:
  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, জুন ১৫, ২০১৯
  • 470 বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া.
কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরি নদীতে অবৈধ বালু উত্তোলনে সৃষ্ট গর্তে পড়ে মুজিবুর রহমান (১৪) নামের মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে দক্ষিণ হাজিয়ান আমতলী গ্রামের মোঃ দুদু মিয়ার পুত্র ও হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। শনিবার (১৫ জুন) সকাল ৭টার দিকে ঘটনাস্থল মাতামুহুরি নদীর হাজিয়ান পয়েন্ট থেকে ১৭ ঘন্টা পর ডুবুরির দল নিখোঁজ হওয়া ছাত্রের মৃতদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের লোকজন জানান, এর আগের দিন শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মাদ্রাসা ছাত্র মুজিবুর রহমান নদীর পাড় থেকে গরু আনতে যায়। ওই সময় সে গোসল করতে নেমে নিখোঁজ হয়। নদীতে গোসল করতে নেমে বালু উত্তোলনে সৃষ্ট বিশাল গর্তের চোরাবালিতে পড়ে সে আর উঠতে পারেনি। পরে চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযানে নামে। এসময় স্থানীয় লোকজন জাল ফেলে উদ্ধার কাজে সহযোগিতা করে। এ উদ্ধার অভিযান রাত দশটা পর্যন্ত চলে। পরে চট্টগ্রাম থেকে ডুবুরির দল ঘটনাস্থলে এসে শনিবার সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
এদিকে এলাকার লোকজন ও নিহত পরিবারের দাবি মাতামুহুরি নদী থেকে অবৈধ বালু উত্তোলনে সৃষ্ট বড়বড় গর্তে পড়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ইতিপূর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগন এসব চোরা বালি গর্তে পড়ে কমপক্ষে ১২ অকালে প্রাণ হারান। এসব অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন কোন কার্যকারী ব্যবস্থা গ্রহণ না করায় এবং অবৈধ বালু উত্তোলন অব্যহত থাকায় অহরহ প্রাণহানীর ঘটনা ঘটছে। এ ব্যাপারে এলাকার সচেতন মহল ও নিহতদের পরিবার অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। ##

নিউজটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

এই বিষয়ে আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2021 cox71.com
Developed by WebArt IT