কক্সঃ৭১ রিপোর্ট
দ্বীপ উপজেলা মহেশখালীর পেশাজীবী সংগঠন ব্যাংকার্স সমবায় সমিতি লিমিটেডের কার্য-নির্বাহী কমিটি (রেজিস্ট্রেশন নম্বর -২৪১৭) গঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে এই কমিটির কার্যক্রম চলমান থাকলেও সম্প্রতি রেজিষ্ট্রেশনভুক্ত হওয়ার পর ১২ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী পরিষদের আত্মপ্রকাশ ঘটে। এদিকে মহেশখালী ব্যাংকার্স সমিতির ৩৬ সদস্যদের মতামতের ভিত্তিত্ত্বে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু মোহাম্মদ শহীদুল এমরান , সহ-সভাপতি নির্বাচিত হন আমান উল্লাহ । সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মোহাম্মদ শামসুল ইসলাম ।
এছাড়া কার্য-নির্বাহী কমিটির অন্য পদস্থ কর্মকর্তারা হলেন, যথাক্রমে শহীদুল্লাহ খান (অর্থ সম্পাদক ), মোহাম্মদ রুহুল আমিন (কার্যকরী সদস্য ), মোহাম্মদ হামিদুল্লাহ (কার্যকরী সদস্য ), মাহাবুব আলম (কার্যকরী সদস্য ), সরওয়ার কামাল খোকন (কার্যকরী সদস্য ), আবদুস সালাম (কার্যকরী সদস্য ), মিজানুর রহমান (কার্যকরী সদস্য ), এমরানুল হক জনি (কার্যকরী সদস্য ) ও তৌহিদুল ইসলাম খান (কার্যকরী সদস্য )।
মন্তব্য করুন