প্রেস বিজ্ঞপ্তি:
মহান জাতীয় সংসদের চট্টগ্রাম–৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, জননেতা মঈন উদ্দীন খাঁন বাদল এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকাহতদের প্রতি সমবেদনা জানিয়েছে কক্সবাজার- ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
মঈন উদ্দীন খান বাদল এমপি ভারতের বেঙ্গালুরের নারায়না হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…… রাজিউন)।
মঈন উদ্দীন খান বাদল জাসদের কার্যকরী সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম ৮ আসনের তিন তিন বারের সংসদ সদস্য। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
গত ১৮ অক্টোবর থেকে ভারতে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে চিকিৎসাধিন ছিলেন তিনি।
এক শোক বার্তায় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি মরহুম জননেতা মঈন উদ্দীন খান বাদল এমপি”র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
মন্তব্য করুন