মাহাবুবুর রহমান.
ভোলা থেকে রোহিঙ্গা তরুনীকে বিয়ে করতে কক্সবাজারে এসে শ্রীঘরে পাত্র সহ পুরু পরিবার। ৪ জানুয়ারী কক্সবাজার সদর হাসপাতাল এলাকা থেকে তাদের আটককরে থানায় নিয়ে যাওয়া হয়। জানা গেছে সরকারি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা জাহেদের শুক্রবার সকালে ভোলা থেকে আসা এক পরিবারের সাথে কক্সবাজার সদর হাসপাতালের এক রোহিঙ্গা পরিবারের সাথে সক্ষতা এবং তাদের ঘনিষ্টতা দেখে খোঁজ খবর নিতে শুরু করেন। পরে একই পরিবার শনিবার সকালে আবারো সদর হাসপাতালে আসেন সাথে এক রোহিঙ্গা তরুনীকে দেখে সন্দেহ হলে হাসপাতালে কর্তব্যরত পুলিশ সহ তাদের আটক করে। পরে ঘটনার সতত্য স্বীকার করেন ভোলা চরফ্যাশন এলাকার মোঃ শহিদের ছেলে ইব্রাহিম। সে জানায় বর্তমানে সে মালয়েশিয়া থাকে সেখানে এই রোহিঙ্গা তরুনীর ভাই এবং মামা কাজ করে সেই সূত্রে এই রোহিঙ্গা তরুনীকে বিয়ে করার জন্য স্বপরিবারে কক্সবাজারে এসেছে। অবশ্য বিয়ে করে এই রোহিঙ্গা তরুনীকে পাচার করার উদ্দেশ্য থাকতে পারে বলে জানান আইনশৃংখলা বাহিনি কর্মকর্তারা। এ সময় সেই রোহিঙ্গা তরুনী উম্মে খায়ের পিতা মোঃ আইয়ুব বর্তমানে জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের ২৬ নং ক্যাম্পের বাসিন্দা এবং দালাল আরেক রোহিঙ্গা আবদুল হাফেজ পিতা মোঃ কাশেম জাদিমুর ক্যাম্প। একই সাথে পাত্র ইব্রাহিমের ভাই মোহাম্মদ শাহজাহান, বোনের জামাই মোহাম্মদ মিরাজ,মা মালেকা খাতুন ভাগ্নি জেএসসি পরীক্ষার্থী সাথী কে আটক করে থানায় নিয়ে যায় সদর থানা পুলিশ।
মন্তব্য করুন