মাহাবুবুর রহমান.
কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়ি এখন প্রভাবশালীদের পৈত্রিক সম্পত্তিতে পরিনত হয়েছে। বিশে^র দীর্ঘতম সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ঝুপড়ি ঘর তৈরি করে সেখানে মার্কেট করে প্রতি নিয়ম ভাড়া আদায় করে বিপুল টাকা আয় করছে এক শ্রেনীর প্রভাবশালীরা আর তাতে পূর্ন সমর্থন জুগিয়ে ভাগ ভাটোয়ারায় অংশ নেয় দায়িত্বশীল প্রশাসন। এদিকে ঈদের ছুটিতে সবাই যখন ঈদ করতে ব্যাস্ত তখন সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে প্রভাবশালীরা দোকান করতে ব্যাস্ত। সরজমিনে দিয়ে সেখানে কাজ করা কয়েক জনের সাথে কথা বলে জানা গেছে সরকারের উচ্চ পদস্থ লেকজনের নির্দেশেরই তারা এখানে মার্কেট নির্মাণ করছে। নির্মাণ শ্রমিকদের দাবী এর আগেও এখানে মার্কেট করে দৈনিক ভাড়া হিসাবে টাকা তুলতো তারা এখন ব্যবসা আরো কিছুটা সম্প্রসারণ করার জন্য নতুন করে বালিয়াড়িতে মার্কেট করছে। এদিকে জেলার সচেতন মহল এবং পর্যটকদের দাবী এখাবে সৈকতের বালিয়াড়ি দখল হতে থাকলে সমুদ্র সৈকতে আসল সূর্ন্দয্য হারিয়ে যাবে। আর সে সব ঝুপড়ি দোকান গুলোতে নানান ধরনের অপরাধও সংঘটিত হয়। এছাড়া ঝুপড়ি দোকান গুলোর কারনে সৈকতে নামা এবং সচ্চ পানি দেখা যায় না। এতে পর্যটন ব্যবসায় বিরুপ প্রভাব পড়বে।
মন্তব্য করুন