মাহাবুবুর রহমান.
ভলেনটারী সার্ভিস ওভারসিজ(ভি,এস,ও বাংলাদেশ) সংস্থার উদ্দোগে রোহিঙ্গা শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য নতুন স্কুল এ্যাপ্স উদ্বোধন করা হয়েছে। ২১ আগষ্ট সন্ধ্যায় কক্সবাজারের তারক হোটেল সায়মনে নতুন এই এ্যাপ্সের উদ্বোধন করেন কক্সবাজার স্বরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মোঃ আবুল কালাম। তিনি বলেন,রোহিঙ্গা শিশুদের আগে ভাল শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত ছিল তাই তাদের মানসিক বিকাশ হতে পারেনি। কিন্তু বর্তমানে তারা হাতে কলমে শিক্ষা পাচ্ছে এই সাথে ভিসো বাংলাদেশের সৌজন্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে কাগজ কলম ছাড়া এ্যাপ্সের মাধ্যমে শিক্ষা পাবে এটা খুবই ভাল দিক। এই কার্যক্রমের সফলতা কামনা করেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন ভিসো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোঃ ফোরকান উদ্দিন,সহযোগি সংস্থা মুক্তির প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র সরকার,টেকনিক্যাল পার্টনার মাইক ডর্সন,উস্তাদ মোবাইলের প্রধান নির্বাহী মোঃ তারেক আহসান। জানা গেছে ভিসো বাংলাদেশে জামতলী ক্যাম্প-১৫ তে ১২ টি সেন্টারে প্রায় ১৫০০রোহিঙ্গা শিশুকে এ্যাপ্সের মাধ্যমে শিক্ষা প্রদান করবে।
মন্তব্য করুন