মাহাবুবুর রহমান
ভারুয়াখালীর যুবককে ভালবেসে বিয়ে করে নারায়নগঞ্জ থেকে এসেছিল আমেনা খাতুন। আর এসেই আক্রান্ত হলো করোনা রোগে। আর তার কারনেই ভারুয়াখালীতে প্রথম করোনা রোগির তকমা লেগে গেল একই সাথ এই নবধুর কারনে স্বামী রুহুল আমিন রুবেল সহ আমেনার শশুর বাড়ির লোকজনের মধ্যে করোনা আতংক বিরাজ করছে। এদিকে ৭ মে করোনা সনাক্ত হওয়া আমেনা বেগমের শশুরবাড়ি লকডাউন ঘোষনা সহ তাকে রামু আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভারুয়াখালী ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার। ভারুয়াখালী ইউপি চেয়ারম্যান কক্স৭১ কে জানান ভারুয়াখালী ইউনিয়নের করিম সিকদার পাড়ার রুহুল আমীন রুবেল ব্যবসায়ি কাজে প্রায় সময় ঢাকা নারায়নগঞ্জ যেত সেখানে পরিচয় সূত্রে নারায়নগঞ্জের মেয়ে আমেনা খাতুন প্রকান উমেদা কে ভালবেসে বিয়ে করে কোরানা পরিস্থিতির মধ্যে ৩ দিন আগে একটি মালবাহী গাড়ী করে ভারুয়াখালীতে রুবেলের বাড়িতে আনে। পরে আমরা খবর পেয়ে সাতে নমুনা পরীক্ষা করতে পাঠায়। আমার জানা মতে আমেনা মাত্র কয়েক ঘন্টা ভারুয়াখালী তার শশুর বাড়িতে ছিল। পরে কক্সবাজার সদর হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে তার রিপোর্ট পজেটিভ আসে। আমার জানা মতে বর্তমানে আমেনাকে রামু আইসোলেশনে পাঠানো হয়েছে। তার স্বামী রুবেলকেও পরীক্ষা করানো হচ্ছে। এছাড়া ভারুযাখালীর বাগি লকডাউন করা হয়েছে তবে এখন এলাকা অনেক মানুষ চিন্তিত হয়ে পড়েছে।
মন্তব্য করুন