কক্স৭১
কক্সবাজার সদর উপজেলা অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভারুয়াখালী ব্লাড ডোনার’স সোসাইটি কেন্দ্রীয় কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ভারুয়াখালী ষ্টেশনস্হ পূর্ব পাশে ইসলামী এজেন্ট ব্যাংকিং এর নিচ তলায়। ফিতা কেটে কেন্দ্রীয় কার্যালয় শুভ উদ্বোধন করেন ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন।
উদ্বোধন অনুষ্টানে অমন্ত্রিত অথিতি হিসাবে উপস্হিত ছিলেন, মিজানুর রহমান চেয়ারম্যান আইডিয়াল গ্রুপ, মোহাম্মদ শেফা উদ্দিন প্রধান শিক্ষক মুনিরিয়া বাহরুল উলুম আলিম মাদ্রাসা খুরুশকূল।ফজলুল হক মেম্বার, মোস্তফা কামাল ইসলামী ব্যাংক টেকনাফ শাখা,হেনায়েত করিম বিশিষ্ট সমাজ সেবক, মনিউল হক সমাজ সেবক ও সৌদি প্রবাসী।
শুভ উদ্বোধনে কামাল উদ্দিন (চেয়ারম্যন) বলেন
ভারুয়া খালীর মানুষের বিপদে “ভারুয়াখালী ব্লাড ডোনার’স সোসাইটি” কে সবসময় কাজ করতে দেখেছি, ভবিষ্যতেও থাকবে, পরিশেষে
সবাই মিলে একটা অার্দশ ইউনিয়ন গড়ে তুলতে
অনুরুধ করেন,
মিজানুর রহমান বলেন, ভারুয়া খালীর সর্বস্তরের সচেতন মানুষ যদি এগিয়ে অাসে মানবতার কাজে
“ভারুয়াখালী ব্লাড ডোনার’স সোসাইটি” এর মতো
মানুষ অনেক টা বিপদের হাত থেকে মুক্তি পাবে।
এরপর উপস্থিতি অতিথিগণ তাদের বক্তব্যে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সবসময় সংগঠনটির পাশে থাকার আশ্বাস দেন। অত্র সংগঠনের এডমিন আরফাতুল করিম এর সঞ্চালনায় এবং অত্র সংগঠনের কার্য্যকরী সদস্য ওয়াহিদুজ্জামান আসিফ এর পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন এডমিন মোহাম্মদ আবদুল্লাহ।
বিশেষ করে ধন্যবাদ জানাই উপদেষ্টা ছৈয়দ নূর হেলালী ভাইকে সব সময় পাশে থাকার জন্য। এই সময় উপস্থিত ছিলেন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি সম্মানিত এডমিন জাহাঙ্গীর আলম জ্যাক।সংগঠনের এডমিন ইসতিয়াক উদ্দিন জানান,স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, রক্তদানে উৎসাহিতকরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ইফতার সামগ্রী বিতরণ,শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি সহ, বিভিন্ন কার্যক্রম করে থাকেন।উপস্থিত ছিলেন সংগঠন এর এডমিন মোহাম্মদ রিফাত, মডারেটর কাউসার আহমেদ, কার্যকরী সদস্য, ইসমত উল্লাহ, ওয়াসেম আকরাম, আবু সুফিয়ান (রাজু), আবু ফয়েজ, মোঃ দিদার এবং সকল সদস্যবৃন্দ।
মন্তব্য করুন