কক্সঃ৭১
সদরের ঝিলংজার পূর্ব মুক্তারকুল এলাকায় প্রধান সড়কে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল ২ পথচারির। গতকাল দুপুর আড়াইটার দিকে এ মারাত্বক দূর্ঘটনা ঘটে। হতভাগ্য নিহতরা হলেন মুক্তারকুল এলাকার আবুল বশর (৮৫) এবং একই এলাকার প্রবাসি মাহবুব উল্লাহর পুত্র খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ফাহাদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রামু থেকে কক্সবাজার শহরগামী মিনি ট্রাক( ডাম্পার) মুক্তারকুলের ফজলিয়া হেফজখানা সংলগ্ন পথচারির উপর নিয়ন্ত্রন হারিয়ে পড়ে গেলে ঘটনাস্থলে ফাহাদ প্রাণ হারায়। সদর হাসাপাতালে আনার পথে প্রাণ হারায় বৃদ্ধ আবুল বাসার।
স্থানীয় জনতা ডাম্পারে আগুন ধরিয়ে দেয়। ঝিলংজার ইউপি চেয়ারম্যান টিপু সুলতান জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় বাংলাবাজার ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার মাঠে ২ জনের জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছেন। ডাম্পারের চালক পলাতক রয়েছে।
মন্তব্য করুন