মাহাবুবুর রহমান.
ঘূর্ণিঝড় ফনী কারনে স্থগিত করা হয়েছে চাকরী মেলা। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। জেলার বহুল প্রত্যাশিত এই চাকরী মেলা দ্রুত আবারো আয়োজন করা হবে বলে জানিয়েছেন জেলা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল আফসার। ৪ মে অনুষ্টিত হতে যাওয়া বহুল প্রত্যাশিত এই চাকরী মেলার পরবর্তি তারিখ ফনী প্রভাব মুক্ত হলে সুবিধা মত সময়ে জানানো হবে জানিয়ে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিকারুজ্জামান বলেন,৪ মে উখিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চাকরী মেলা আয়োজনের জন্য আমরা সর্বাত্তক প্রস্তুতি নিয়েছিলাম। সে জন্য অনেক চাকরী প্রার্থীর নিবন্ধনও করা হয়েছে। কিন্তু প্রকৃতির উপর কারো হাত নেই। ঘূর্ণিঝড় ফনী থেকে সবাইকে নিরাপদে রাখতে এবং দূর্যোগ মোকাবেলাকে আগে প্রধান্য দেওয়ায় চাকরী মেলা আপাতত স্থগিত করা হয়েছে। নতুন তারিখ উর্ধতন কতৃপক্ষের মাধ্যমে নতুন ভাবে জানানো হবে।
মন্তব্য করুন