মাহাবুবুর রহমান.
কক্সবাজারের টেকনাফে গভীর রাতে কথিত বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নাফ নদীর পাড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এতে ৩ রোহিঙ্গা নিহত ও ৩ পুলিশ আহত হয়েছে। নিহত রোহিঙ্গারা হচ্ছে উখিয়ার থাইংখালী ক্যাম্প ১৩ এর বাস্তুচ্যুত রোহিঙ্গা নুর মোহাম্মদ এর ছেলে শামসু আলম (৩৫), মোক্তার আহমদের ছেলে নুরুল আলম (২১) ও টেকনাফের লেদা ক্যাম্পের আজিজুর রহমানের ছেলে হাবিদ (২০)।এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হচ্ছেন কনস্টেবল সেকান্দর, এরশাদ ও সৈকত বড়ুয়া। পুলিশ দাবী করছে নিহতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য তারা কিছুদিন আগেও একটি শিশুকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে আসছিল। পরে অপহৃতকে উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন