এম আবুহেনা সাগর,ঈদগাঁও
প্রতিবছরের ধারায় এবছরও অমর একুশে ফ্রেরুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ভরে গেছে ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার। ঐদিন সকাল ৭টায় শহীদ মিনারে পূষ্পমাল্য অর্পন করেন,কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি,ঈদগাঁও জোনাল অফিসের কর্মকতারা। পল্লী বিদ্যুৎ সমিতি ৩-এর পরিচালক বীরমুক্তিযোদ্বার সন্তান আমজাদ হোসেন ছোটন রাজা ও জোনাল অফিসের এজিএম শহিদুল আলমের নেতৃত্বে পুষ্পমাল্য অপর্ন করা হয়। ছোটন রাজা পরিচালক হিসেবে মনোনীত হওয়ার এ প্রথমবারের মত জোনাল অফিসের পক্ষ থেকে পুুুুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইসি আফতাব আলী,সহকারী জুনিয়র ইন্জিনিয়ার মোফাজ্জেল হোসেন,লাইন টেকনিশিয়ান রফিক, তপন, শফিক ও নেজাম উদ্দিন,মিটার টেষ্টার মেহেদী হাসান ও ওয়ারিং ইন্সেপেক্টর আল আমিন,ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর,পল্লী বিদ্যুৎ ভারুয়াখালী প্রতিনিধি ইউসুুুফ রানা।
অন্যদের মধ্যে পুষ্পমাল্য অর্পন করেন,ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ, ঈদগাঁও যুবলীগ, ইসলামাবাদ যুুবলীগ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ, সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগ, ঔষুদ কোম্পানীর প্রতিনিধিদের সংগঠন ফারিয়া ও দারুল ফাতাহ একাডেমির শিক্ষার্থীরা মিছিল সহকারে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন।
মন্তব্য করুন