চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন গতকাল ২৫ জুলাই সম্পূর্ণ হয়েছে। এতে সাবেক চেয়ারম্যান ও উপজলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ৮৭৬০ ভোট পেয়ে বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য যে,গত উপজেলা পরিষদ নির্বাচনে গিয়াস উদ্দিন চৌধুরী উপজলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তিনি ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এ পদ শূন্য হওয়ায় গতকাল এ নির্বাচন অনুষ্টিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধী ফরিদুল আলম মটর সাইকেল দ্বিতীয়। অপর প্রার্থী সাংবাদিক সাহেদ আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯৫০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এ উপ নির্বাচনে মোট ৮জন চেয়ারম্যান প্রার্থী থাকলেও মূলত প্রতিদ্বন্ধীতা হয় এ ৩ জনের মধ্যে। অপরদিকে কৈয়ারবিল ৯ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম বেসরকারী ভাবে সদস্য নির্বাচিত হয়েছে। উল্লেখ্য উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার জন্য চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেয়া গিয়াস উদ্দিন চৌধুরী নিজ ইউনিয়নের আবারো বিজয়ী হল।
মন্তব্য করুন