নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
দীর্ঘসময়ের পর অবশেষে পোকখালী-গোমাতলী সংযোগ লোহার ব্রীজের ঝরাজীর্ণ ও মারাত্মক ঝুঁকিপূর্ণ পাটাতন সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকার সাধারন মানুষ খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন। ব্রীজ দিয়ে চলাচলে লোকজন নিদারুন কষ্টসহ চরম আতংকে ছিল বহুদিন ধরে।
প্রায়শ ঝুঁকির মধ্যে চলছে জনগনসহ যানবাহন। এ পথ দিয়ে চলছিল মালবাহী গাড়িও। ব্রীজের পাটাতনগুলো ভেঙ্গে ঝুঁকিপূর্ণ থাকলেও দীর্ঘ কাল ধরে পদক্ষেপ গ্রহন করেননি কর্তৃপক্ষ। ব্রীজটির করুন দশার চিত্র সরেজমিন পরিদর্শন করেছিল অনেকে। উক্ত ব্রীজ নিয়ে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বহুবার সংবাদ প্রকাশের পর অবশেষ ১৯শে জানুয়ারী থেকে কক্সবাজার সদর উপজেলা পরিষদের বাজেটে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের তত্তাবধানে সংস্কার কাজ শুরু করে।
এ ব্যাপারে পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ কক্সবাজার প্রতিদিনকে উপরোক্ত তথ্যা বলীর সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন