এম.বেদারুল আলম
কক্সবাজার সদরের পিএমখালীতে পুকুরে গোসল করতেনেমে দুই সহোদরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ৪ নং ওয়ার্ডের মধ্যম জুমছড়ী এলাকায় হৃদয় বিদারক এ ঘটনা ঘটে। নিহতরা হলো উক্ত এলাকার বাবুলের ছেলে তামিম (১১) ও নছিম (৮)।
বাবুলের প্রতিবেশি মোঃ শাহাজান জানান,গতকাল দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে দুই ভাই মিলে গোসল করতে নামে। সাঁতার না জানার কারনে একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় দুই ভাই। এলাকাবাসী পুকুরে অনেক খোঁজাখুঁজি পর দুই ভাই একে অপরকে আলিঙ্গন করা অবস্থায় উদ্ধার করে। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
বড় ২ সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে । বাবুলের ৩ ছেলের মধ্যে বড় ২ ছেলে পানিতে ডুবে মারা গেল। ছোট ছেলেই এখন বাবুল দম্পতির সম্বল।
মন্তব্য করুন