কক্স৭১
জেলা প্রশাসনের নিষেধ অমান্য করে করোনার লকডাউন কক্সবাজার শহরে গভীর রাতে শতশত শ্রমিক সমাবেশ করে ছাদ ডালাইয়ের কাজ করছিল প্রভাবশালী। খবর পেয়ে তা অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছে সদর মডেল থানার পুলিশ। এ সময় ডালাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমান সরঞ্জাম জব্দ করা হয়েছে। মঙ্গলবার মধ্যে রাতে শহরের আলির জাহালের কাছে গরুর হালদা সড়কে পুলিশ এ অভিযান চালায়। পুলিশ ও স্থানীয় সুত্র জানায় গরুর হালদা সড়কের ইব্রাহীমের পুত্র অতিকুর রহমান পাহাড় কেটে তৈরী করা জমিতে অবৈধ ভাবে বহুতল ভবন নির্মাণ করছিল। জেলা প্রশাসনের এক সুত্রে জানাযায় গত ক’দিন আগে দিনের বেলায় কাজ করার সময় ভ্র্যাম্যমান আদালত কাজের স্থলে গিয়ে বাড়ির মালিককে লকডাউন কাজ না করতে সর্তক করে আসেন। কিন্তু এ আদেশ অমান্য করে সোমবার দিবাগত রাতে অর্ধশত শ্রমিক সমাবেশ ঘটিয়ে বাড়ির ছাদ ডালাইয়ের কাজ করে। এতে এলাকার সচেতন লোকজন রাতেই পুলিশকে অবহিত করলে সদর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে কাজ বন্ধ করে দেয়।এব্যাপারে সদর থানার ওসি আবু মোঃ শাহজাহান কবির বলেন,রাতে ছাদ ঢালাই হচ্ছে খবর পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আর বাড়িটি পাহাড় কেটে করা হচ্ছিল বলেও জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন