কক্সঃরিপোর্ট
কক্সবাজারে চলমান ইয়াবা বিরুধী অভিযানে শহরের পাহাড়তলীর অন্যতম ইয়াবা গডফাদার ছৈয়দুল মোস্তফা প্রকাশ ভুলুকে আটক করেছে আইন শৃংখলা বাহিনি। ১৩ মে বিকাল ৫ টার দিকে শহরের পাহাড়তলীস্থ ভুলু আলিশান বাড়িতে সাড়াশি অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায় বিকাল ৪টার দিকে কয়েকটি গাড়ীতে করে অর্ধ শতাধিক পুলিশ শহরের পাহাড়তলী এলাকার আলোচিত রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ি জহির হাজী ছেলে ভুলুর বাড়ি ঘিরে ফেলে। সেখানে কোন মানুষজনকে আসতে দেয়নি পুলিশ। পরে বাড়ির ভেতর থেকে ভুলুকে আটক করে গাড়ীতে করে দিয়ে যায়। এদিকে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান দীর্ঘদিন পর পাহাড়তলী অভিসাপ মুক্ত হচ্ছে। এর আগে আরেক ইয়াবা কিং নুরুল আজিমকে গ্রেফতারের পর এবার অন্যতম প্রধান ভুলুকে আটক করায় আইনশৃংখলা বাহিনিকে ধন্যবাদ জানান এলাকাবাসী।
মন্তব্য করুন