মাহাবুবুর রহমান.
বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাল আয়োজনে ব্যাস্ত এখন বেশির শিক্ষাও সাংস্কৃতিক প্রতিষ্টান। এমনকি সরকারি ভাবে চলছে মঙ্গলশোভা যাত্রা সহ নানান প্রস্তুতি। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ কে নিজের করে নিতে ব্যাকুল হয়ে আছে বাংলার আবাল ব্দ্ধৃ বনিতা। এরি অংশ হিসাবে ঈঁদগাহর অন্যতম শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান ঈদগাহ উচ্চ বিদ্যালয়ে চলছে বিরামহীন প্রস্তুতি। স্কুল মাঠে ইতি মধ্যে তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল। আলাপ কালে ঈঁদগাহ আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশিদুল জান্নাত বলেণ,পহেলা বৈশাখ এখন গোটা জাতির উৎসবে পরিণত হয়েছে। এটা একমাত্র উৎসব যেখানে সবাই অংশগ্রহন করে। জাতিসংঘের ইউনেস্কো যেই উৎসব কে বাঙ্গালী জাতির উৎসব এবং সবার উৎসব হিসাবে স্বীকৃতি দিয়েছে। আমাদের স্কুলে পহেলা বৈশাখ আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে স্কুল মাঠে মেলার আয়োজন হবে,সেখানে নাগরদোলা,গান,বিভিন্ন দেশীয় খেলা অনুষ্টিত হবে। এছাড়া স্কুলে ছেলে মেয়েরা তাদের চিত্রকর্মের মধ্যে দিয়েও ক্যাম্পাসকে সাজিয়ে তুলবে। আর বর্ণ্যাঢ্য মঙ্গল শোভা যাত্রা হচ্ছে মুল আকর্ষণ।
মন্তব্য করুন