মাহাবুবুর রহমান.
কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন) তিনি ৮ জুন বিকাল সোয়া ৪টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। উনার সহকর্মী কক্সবাজার সরকারি বালিকাউচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান নাজিম উদ্দিন স্যারের শরীর কয়েক খারাপ ছিল তবে সোমবার সকাল থেকে বেশি খারাপ হলে দুপুরের দিকে উনাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় উনার শাষ নিতে কষ্ট হচ্ছিল পরে বিকাল সোয়া ৪ টার দিকে মৃত্যু বরণ করেন। নাজিম উদ্দিনের বয়স হয়েছিল ৬০ বছর। উনি স্ত্রী ১ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ছাত্র ছাত্রী রেখে গেছেন তিনি শিক্ষকতা জীবনে বেশির ভাগ সময় কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এবং বালিকা উচ্চ বিদ্যালয়ে ছিলেন এবং সেখান থেকে অবসরে যান। তিনি সুশাসনের জন্য নাগরিক সুজন সহ বহু সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। আর উনার গ্রামের বাড়ি চকরিয়া উপজেলার ভেওলা গ্রামে। এদিকে করোনা উপসর্গ থাকায় উনার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
মন্তব্য করুন