নবগঠিত র্যাব-১৫, রামু, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বরইতলী এলাকার বাইতুল রাহমানিয়া জামে মসজিদের সামনে দিয়ে সাবরাং হতে কক্সবাজারগামী একটি জীপ মাদকদ্রব্য ইয়াবা বহন করে যাচ্ছে ও মেরিন ড্রাইভ রোডস্থ দরগারছড়া এলাকার ঝাউবাগান এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধ সংগঠনের জন্য অবস্থান করছে এবং শামলাপুর এলাকার জনৈক আবু সিদ্দিক এর বসতবাড়ীতে মাদক দ্রব্য (ইয়াবা) রক্ষিত আছে। উক্ত সংবাদের ভিত্তিতে ০৬ মে ২০১৯ ইং তারিখ বিকাল হতে গভীর রাত্রি পর্যন্ত নবগঠিত র্যাব-১৫, রামু, কক্সবাজার এর চৌকষ আভিযানিক দল টেকনাফ থানার উপরে বর্ণিত স্থানগুলোতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে টেকনাফ থানার বরইতলী এলাকার রাস্তার উপর চেকপোষ্ট করাকালীন একটি জীপগাড়ীসহ আসামী ১। মোঃ তারেক হোসেন (৩২) পিতা-মৃত আবু তাহের, সাং-লোহাগাড়া (ছমত আলী মুসীর পাড়া), পোঃ লোহাগাড়া, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ কাজী হোসেন (৩০) পিতা-মৃত খোকন কাজী, সাং-রুপাপাত (পশ্চিম পাড়া), পোঃ রুপাপাত, থানা-বোয়ালমারি, জেলা-ফরিদপুর, বর্তমান ঠিকানা- বাসা নং-৯, রোড নং-৭, সেকশন ১০, মিরপুর, থানা-মিরপুর মডেল থানা, জেলা-ঢাকা, ৩। আরিফুর রহমান শুভ্র (৩০), পিতা-মৃত আমিনুর রহমান, বাসা নং-০৯, রোড নং-০৭, ব্লক-এ, মিরপুর-১০, থানা-মিরপুর মডেল, জেলা-ঢাকা’দের হাতেনাতে গ্রেফতার করে এবং গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তাদের সহযোগী আরশাদ মাতবর, বিসমিল্লাহ ইলেট্রনিক্স, শপঃ ৬৩৭, ৫ম ফ্লোর, মিরপুর শপিং সেন্টার, মিরপুর-২, ঢাকা-১২১৬ এর নির্দেশমতে টেকনাফের মোঃ শফিক (২৫) পিতা-অজ্ঞাত, সাং-নয়াপাড়া বাজার, সাবরাং এর কাছ থেকে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। ধৃত আসামীদের দেহ এবং গাড়ী তল্লাশী করে সর্বমোট ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রয়ের নগদ ৬,৫০,০০০ টাকা উদ্ধার করা হয়। অপর একটি অভিযানে মেরিন ড্রাইভ রোডস্থ দরগারছড়া এলাকার ঝাউবাগান এলাকা হতে ০২ টি কিরিচ, ০১ টি ডেগার এবং ০১ টি চাকুসহ অস্ত্রধারী আসামী ১। দেলোয়ার হোসেন (২১), পিতা-সৈয়দ হোসেন, ২। জসিমউদ্দিন (১৯), পিতা-নুর মোহাম্মদ, উভয়সাং-দক্ষিণ লেঙ্গুর বিল, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার’দের গ্রেফতার করে এবং তাদের সহযোগী (ক) মোঃ কামাল হোসেন (২০), পিতা-মোঃ হাসান, (খ) মোঃ রুবেল হোসেন (২২), পিতা-মোঃ আমির হোসেন এবং (গ) মোঃ ফারুক (২১), পিতা-মোঃ বদুরাং, সর্বসাং-দক্ষিণ লেঙ্গুরবিল, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা দেশীয় অস্ত্র দ্বারা মেরিন ড্রাইভ সড়কে সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। অপর আরো একটি অভিযানে শামলাপুর এলাকার জনৈক আবু সিদ্দিক এর বসতবাড়ী হতে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১০,৪৮২ টাকাসহ বাড়ীর মালিক ১। আবু সিদ্দিক (৩৯), পিতা-সৈয়দ হোসেন, মাতা-মোস্তাফা খাতুন, সাং-পূর্ব নতুন বাহার ছড়া, ডাকঘর- কক্সবাজার-৪৭০০, থানা- কক্সবাজার সদর জেলা- কক্সবাজার, বর্তমান ঠিকানা সাং-শামলাপুর আদর্শ গ্রাম এবং তার সহযোগী ২। উছমান (২৭) পিতা- আঃ মাজেদ মাতা-জহুরা খাতুন সাং-শামলাপুর পুরান পাড়া, উভয় থানা-টেকনাফ জেলা-কক্সবাজার’দের গ্রেফতার করে। আসামীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত। টেকনাফ এলাকা হতে সর্বমোট ০৭ জন গ্রেফতারসহ ১১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৬ লক্ষ ৬০ হাজার ৪৮২ টাকা এবং ০২ টি কিরিচ, ০১ টি ডেগার, ০১ চাকু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর মূল্য প্রায় ৫ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামীদে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
মন্তব্য করুন