কক্সঃ৭১ রিপোর্ট
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন-স্বধর্ম পরিপালনের মধ্যে দিয়ে একজন সঠিক মানুষ হওয়া যায়। তিনি বলেন-ধর্মের আদর্শ ও নীতি মেনে চললে সমাজে অশান্তি সৃষ্টি হয় না বরং সকল ধর্মের মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়। সকল ধর্ম মানবতার কথা বলে উল্লেখ করে তিনি বলেন-মানুষে মানুষে ভেদাভেদ ভুলে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সকলকে কাজ করতে হবে। ধর্মীয় বিশেষ প্রকাশনা দশভূজা পত্রিকার “রথযাত্রা” সংখ্যার মোড়ক উন্মোচনকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি দশভূজা পত্রিকাটি সনাতনী নতুন প্রজন্মকে সৃষ্টিশীলতা ও ধর্মীয় শিক্ষায় আরো এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। দশভূজা পত্রিকার সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় মোড়ক উন্মোচনকালে উপস্থিত ছিলেন-সচিবালয় সাংবাদিক ফোরামের সভাপতি শ্যামল সরকার, বাগীশিকের পৃষ্টপোষক সজল বরণ সেন, কেন্দ্রীয় সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, সহ-সভাপতি ডা. কথক দাশ, সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবুল শর্মা, পৌর কাউন্সিলর রাজ বিহারী দাশ, বাগীশিক কেন্দ্রিয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এস. প্রকাশ পাল, জেলা পূজা কমিটির সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, সদর পূজা কমিটির সভাপতি দীপক দাশ, পৌর পূজা কমিটির সভাপতি বেন্টু দাশ, বাগীশিক জেলা সংসদের সভাপতি রাজন আচার্য্য, সাধারণ সম্পাদক নারায়ন দাশ প্রমুখ।
মন্তব্য করুন