প্রেস বিজ্ঞপ্তি
আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বাধীন তৎকালীন ৪ দলীয় জোট সরকারের মদদে তারেক জিয়ার পরিকল্পনায় ২০০৪ সালের ২১ আগষ্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষনেতাদের হত্যা করতে হামলা হয়েছিল। এটি ছিল আওয়ামী লীগকে একেবার নিশ্চিহ্ন করা পরিকল্পনা। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে প্রাণে রক্ষা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ হামলায় আমরা হারিয়েছি নারী নেত্রী আইবি রহমানসহ ২৪ জনকে। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি আরো বলেন এই হামলার মাধ্যমে জাতিকে স্তব্ধ করে দিতে চেয়েছিল তৎকালীন চার দলীয় জোটের নেতারা। এতেই প্রমান হয় ৭৫ এর ১৫ আগষ্ট ও ২০০৪ সালের ২১ আগষ্ট একই সুত্রে গাঁথা। আমরা এই খুনিদের আর ক্ষমতায় দেখতে চাইনা। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তিনি গতকাল বিকাল ৩টায় মহেশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের এক বিশাল প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন। পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মকছুদ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এম. রফিকুল ইসলাম, আবু ছিদ্দিক ও প্রণব কুমার দে’র সঞ্চালনায় অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ডাঃ নুরুল আমিন, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, সহসভাপতি মাস্টার লিয়াকত আলী, মোহাম্মদ ফোরকান, মাস্টার মুজিবুল হক, এনামুল হক রুহুল, নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মৌলভী ওসমান গণী, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আবু তালেব, মুহাম্মদ রুহুল আমিন, ব্রজগোপাল ঘোষ, দপ্তর সম্পাদক নির্মল চক্রবর্তী, সাবেক চেয়ারম্যান শামসুল আলম, কুতুবজুমের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, মাস্টার মাহবুবুল আলম, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, কুতুবউদ্দিন এলাহী, সাইয়দুল ইসলাম চৌধুরী, নাছির উদ্দিন, ছোট মহেশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, শাপলাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কুতুবজুম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবি আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এডঃ শেখ কামাল, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশহাদ উল্লাহ সায়েম, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক নবীর হোসেন ভুট্টু, ওলামা লীগের সভাপতি মৌলানা রওশন আলী, মৎস্যজীবী লীগের সভাপতি জাবের আহমদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরওয়ার আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ, ছাত্রলীগের কেন্দ্রিয় সদস্য সরওয়ার আজম জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সরওয়ার কাইছার ছিদ্দিকী সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিদওয়ান রাসেল, বড়মহেশখালী যুবলীগের সভাপতি জিল্লুর রহমান মিন্টু, শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক নেওয়াজ কামাল, ছাত্রনেতা শাহনেওয়াজ শ্রমিকলীগ নেতা রিপন উদ্দিন ।
মন্তব্য করুন