মাহাবুবুর রহমান.
কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়ায় র্যাবের হাতে আটক হওয়া ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবার নেপথ্যে অনেক রাঘব বোয়ালদের নাম উঠে আসছে। ১৪ জুন দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের ভেতরে তারাবনিয়ারছড়া এলাকা থেকে হাজী দানু আলমের বাসা থেকে এতবড় ইয়াবার চালান আটক হওয়ার ঘটনা নিয়ে অনেকের মধ্যে বিভিন্ন আলোচনা সমালোচনা দেখা গেছে। এ অভিযানে ইয়াবা সব হাতেনাতে আটক হওয়া রবিউল আলম এবং আবছার উদ্দিনের একাধিক পারিবারিক সূত্রের সাথে কথা বলে এবং এলাকার বিভিন্ন জনের কাছ থেকে তথ্য নিয়ে জানা গেছে প্রায় সাড়ে ৮ কোটি টাকার ইয়াবা চালান নিয়ে আসা কোন ছোটখাট কারো কাজ নয় এর সাথে অনেক রাঘববোয়াল জড়িত।জানা গেছে এই বিশাল ইয়াবা চালানের পেছনে কক্সবাজার পৌরসভার এক কাউন্সিলারের নাম উঠেআসছে। উক্ত পৌর কাউন্সিলারের পারিবারিক সূত্রে জানা গেছে নির্বাচিত হওয়ার আগেও তার বিরুদ্ধে ইয়াবা সংশ্লিষ্ট বহু অভিযোগ ছিল। এছাড়া তাদের সাথে সরকারি দলের এক নেতা এবং পেশকার পাড়ার এক যুবলীগ নেতার নামও আলোচনায় উঠে আসছে। আইন শৃংখলা বাহিনী কতৃক এ সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে। তবে এলাকা বাসীর দামী যাদেরআটক করা হয়েছে তারা শুধু পাচারকারী টাকার বিনিময়ে তারা পাচার করে তাদের মুলহুতাদের আইনের আওতায় আনা গেলে শহর কেন্দ্রীক ইয়াবা ব্যবসা কিছুটা নিয়ন্ত্রনে আসবে।
মন্তব্য করুন