শিরোনাম :
কক্সবাজারে মানবপাচার চক্রের ৪ সদস্য আটক : উদ্ধার ৭ বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল : চ্যাম্পিয়ন মহেশখালী রানারআপ চকরিয়া বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাংবাদিক মাহীকে ভুল চিকিৎসা: তত্ত্ববধায়ক মোমিনকে বদলি, তিন সদস্য কমিটি গঠন জেলা সদর হাসপাতালের তত্ত¡বধায়ক ডা: মুমিনের বদলী নতুন আসছেন ডা:মং টিংঞো ৩ কোটি টাকার অবৈধ সম্পদ : ঘোনারপাড়ার নির্মল ধরের বিরুদ্ধে দুদকের মামলা কক্সবাজারে নকল কোর্ট ফি বিক্রি চক্রের ২ জন আটক রোহিঙ্গাদের প্রতিরোধে স্থানীয়দের সর্বাত্মক ভাবে এগিয়ে আসতে হবে সিরাজ আহমদ নাজিরের ২০ তম মৃত্যু বার্ষিকী কক্সবাজার ৩ আসনে প্রার্থী হিসাবে ঘোষনা দিলেন আতিক উদ্দিন চৌধুরী

তারাবনিয়ারছড়ার ফাতেমা মঞ্জিলে কি দূর্ঘটনার জন্য অপেক্ষা করছে প্রশাসন ?

রির্পোটার:
  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, জুলাই ১৬, ২০১৯
  • 502 বার সংবাদটি পড়া হয়েছে
?

কক্সবাজার রিপোর্ট
কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়ায় বেইচমেন্ট,ফাইলিং ছাড়া বহুতল ভবন নির্মাণ অব্যাহত থাকায় পার্শবর্তি লোকজনের মাঝে চরম আতংক বিরাজ করছে। মাত্র ৪ সুতা রটের উপর ভিত্তি করে উঠা ভবনে কোন ভাবেই ২ তলার বেশি হতে পারেনা তবে সম্প্রতী ভবন মালিক ৪ তলার উপরে ভবন তুলায় পার্শ বর্তি অনেকে বাড়ি ঢ়র ডেবে গেছে বলে জানান স্থানীয়রা। ফলে জেলার প্রশাসক,কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সহ একাধিক সংস্থাকে অভিযোগ দিয়েও কোন কাজ হচ্ছে জানিয়ে ভোক্তভোগীদের দাবী কর্তৃপক্ষকে আমাদের মৃুত্যর অপেক্ষা করছে ?
সরজমিনে গিয়ে দেখা গেছে কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া সাবেক কমার্স কলেজ রোড়ে ফাতেমা মঞ্জিল নামের বহুতল ভবন টি এখন আতংকের কারন হয়েছে। মুজিবুর রহমানের মালিকানাধীণ এই ভবনটি এর আগে তহসিলদার মেজবাহর বাড়ি ছিল। তিনি যখন জমিটি কিনে তখন সেটা সম্পূর্ন পুকুর ছিল। আর জমি বিক্রেতা শফি বলেন মেজবাহকে আমরা জমি বিক্রি করেছিলাম তখন সেটা আমাদের পৈত্রিক পুকুর ছিল। তিনি যখন বাড়ি করছিল তখন কোন ফাইলিং করেনি এমনকি বেইচমেন্ট ঢালাও করেনি। তখন তিনি আমাদের বলেছিল একতলা একটি বাড়ি করবে। পরে তিনি বিপুল টাকা দিয়ে সেই বাড়ি বিক্রি করে দিয়েছে। পরে সেই বাদি এখন ৪ তলার করে ফেলেছে। কোন কর্তৃপক্ষেন অনুমোদন ছাড়া করা বর্তমানে সেই বাড়িটি পূর্ব দিকে অনেকটা হেলে পড়েছে। এবং আমাদের পার্শবর্তি ঘরে দেবে গিয়ে ঘরের দরজা জানাল আর ব্যবহার করা যাচ্ছেনা। এ বিষয়ে বাড়ির মালিককে একাধিক বার বল্লেও তারা কোন কর্নপাত করছেনা। ফলে যে কোন মুহুর্তে একটি সংঘর্ষ ও হতে পারে। এ বিষয়ে আমরা জেলা প্রশাসক,কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ,পরিবেশ অধিদপ্তর,পৌরসভা সব জায়গায় অভিযোগ দিলেও কোন সুরাহা হয়নি। আমাদের ধারনা কর্তৃপক্ষ আমাদের মৃুত্যর জন্য অপেক্ষা করছে। তাই যে কোন বড় দূর্ঘটনার আগে অনুমদ ছাড়া বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ছে এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিষয়ে আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2021 cox71.com
Developed by WebArt IT