মাহাবুবুর রহমান.
সদ্য প্রয়াত জেলার খ্যাত নামা চিকিৎসক,রামু জোয়ারিয়া নালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএসসি ১৯৭৪ ব্যাচের কৃতি ছাত্র ডাঃ আব্দুন নুর বুলবুল স্বরণে খতমে কোরআন দোয়া ও মিলাদ মাহফিল করেছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ৭৪ ব্যাচের সহপাঠিরা। ২৪ এপ্রিল বাদে আসর ডাঃ বুলবুলের দীর্ঘ বছরের প্রিয় বাসস্থান শহর টেকপাড়া জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এতে উপস্থিত থেকে ডাঃ আব্দুন নুর বুলবুলের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল (অব) ফোরকান আহামদ,কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর মহাপরিচালক মাস্টা সিরাজুল ইসলাম। এতে দোয়া ও মিলাদ পরিচালনা করেন টেকপাড়া জামে মসজিদের পেশ ইমাম মৌলানা মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আবদুল খালেক,জেলা জুয়েলারী মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী ওসমান গনি,টেকপাড়ার বিশিষ্ঠ সমাজ সেবক মোহাম্মদ আলী সহ টেকপাড়ার সর্বস্থরের সাধারণ মানুষ। এবং ১৯৭৪ ব্যাচের সতির্থ কক্সবাজার সিটি ব্যাংকের সাবেক ম্যানেজার ছানাউল্লাহ,চট্টগ্রাম হাইওয়ে সুইটস এর সত্বাধিকারী মুরাদ চৌধুরী,কক্সবাজার জেনারেল হাসপাতালের পরিচালক জসিম উদ্দিন বকুল,শওকত ওসমান পিয়ারু,নুরুল হক,নুরুল কবির,আশরাফুল হক, নজরুল ইসলাম,খন্দকার মোঃ ইলিয়াছ,ছৈয়দুল বশর,হেলাল উদ্দিন,বিশ^জিৎ সেন প্রমুখ।
মন্তব্য করুন