প্রধান প্রতিবেদক
ঠিকাদারের গাফেলতিতে শেষ হচ্ছে না সদর হাসপাতালের জরুরী বিভাগ সংস্কার কাজ। একই সাথে এই কাজের সাথে জড়িত আইআরসি(আর্ন্তজাতিক রেডক্রস সোসাইটি)র বিরুদ্ধেও মারাত্বক অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা। জানা গেছে কক্সবাজার সদর হাসপাতালে জরুরী বিভাগ কে আধুনীয়ন করার জন্য প্রায় ১২ কোটি টাকা প্রকল্প হাতে নেয় আর্ন্তজাতিক রেডক্রস সোসাইটি সে অনুযায়ী গত বছরের অক্টোবরের মাঝমাঝি সময় কাজ ও শুরু করে। ৩ মাসের মধ্যে অত্যন্ত জরুরী ভাবে এই কাজ শেষ করার কথা থাকলে ৭ মাস অতিবাহিত হলেও এখনো কাজ করতে পারেনি। ঠিকাদার বা দায়িত্বপ্রাপ্ত সংস্থা। বিষয়ে জানতে চাইলে কা তদারকিতে থাকা প্রকৌশলী বলেন,এখানে ভিন্ন ভিন্ন কাজের একাধিক ঠিকদার আছে আমাদের অংশ দেরী হওয়ার পেছনে কারন হচ্ছে এখানে ডিজাইনে কিছু পরিবর্তন হয়েছে সে জন্য। আর কাজের মূল ঠিকাদার চকরিয়া ডুলাহাজারা এলাকা মাজেদুল হাসান নামের এক ব্যাক্তি বলে জানান তিনি। এদিকে হাসপাতালে সংশ্লিষ্ঠদের দাবী কাজ দেরী হওয়ার কারনে আমাদের অনেক ক্ষতি হচ্ছে বিশেষ করে জরুরী সেবা দিতে সাধারণ মানুষকে খুবই কষ্ট হচ্ছে।
মন্তব্য করুন