নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সদরের জালালাবাদে চালককে পিঠিয়ে অটো রিক্সা ছিনতাই করার খবর পাওয়া গেছে। গুরুতর আহত চালককে হাসপাতালে প্রেরণ করা হয়। ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার ও জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ১৬ই মে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা টি ঘটে রাবারড্যাম এলাকায়। আহত অটো রিক্সা চালক ঈদগাঁও কলেজ গেইট এলাকার নুরুজ্জামান বাবুলের ছেলে মিজবাহ উদ্দীন বলে জানা গেছে। তবে চালকের মতে, আনুমানিক ৯টার দিকে বাজারস্থ ভুমি অফিসের সামনে থেকে লরাবাগ যাওয়ার জন্য ভাড়া করে এক যুবক। গন্তব্যস্থলে দিকে যাওয়ার সময় রাবার ড্যাম এলাকা থেকে আরেক জন মহিলা উঠার কথা বলে রিক্সাটি থামায়। কিছুক্ষণ পর আর একজন লোক এসে চালক মিছবাহকে গলা টিপে ধরে উপর্যপুরী মারধর পুর্বক অটো রিক্সাটি নিয়ে রেল লাইন কাজের জন্য করা বিকল্প সড়ক দিয়ে পালাকাটার দিকে পালিয়ে যায়। স্থানীয় সাইফুল নামের এক যুবকের মতে, অটোরিক্সা চালকের শোর চিৎকারে পাশ্ববর্তী এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে ভর্তি করায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে
সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। তবে পুলিশের ইনচার্জের মতে,খবর পেয়ে তাৎক্ষণিক এসআই সনজিত চন্দ্র নাথসহ একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এসআই সনজিত চন্দ্র নাথ জানান,অটোরিক্সা উদ্ধারও জড়িতদের আটকে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
স্থানীয় মেম্বার সাইফুল হক মুঠোফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মন্তব্য করুন